আপডেট

x

আশুগঞ্জে হোম কোয়ারেন্টাইন অমান্য করায় ইতালী প্রবাসীকে অর্থ দণ্ড

রবিবার, ২২ মার্চ ২০২০ | ১০:২৩ অপরাহ্ণ |

আশুগঞ্জে হোম কোয়ারেন্টাইন অমান্য করায় ইতালী প্রবাসীকে অর্থ দণ্ড
Spread the love

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে হোম কোয়ারেন্টাইন আইন অমান্য করায় এক ইতালী প্রবাসীকে ৫০ হাজার টাকা জড়িমানা করেছে ভ্রাম্যমান আদালত।

রবিবার (২২ মার্চ) সন্ধ্যায় উপজেলার আশুগঞ্জ বাজারের কলা বাগান এলাকায় এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. নাজিমুল হায়দার।

webnewsdesign.com

উপজেলা নির্বাহী অফিসার মো. নাজিমুল হায়দার জানান, চারদিন আগে তার বাসায় গিয়ে ইতালী প্রবাসী যুবককে হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য বলা হয়। কিন্তু সেই যুবক আশুগঞ্জ বাজারে গিয়ে ঘুরাফেরা করতে থাকে। এমন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাকে ৫০ হাজার টাকা জড়িমানা করা হয়।

তিনি আরো জানান, উপজেলায় মোট ১’শ ৫৮ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য বলা হয়েছে। কেউ এই আদেশ অমান্য করলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের শাস্তির আওতায় আনা হবে।

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com