আপডেট

x

আশুগঞ্জে পিকআপ থেকে বিপুল পরিমান গাঁজা-ফেন্সিডিল উদ্ধার, দুইজন আটক

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২০ | ১:৩২ পূর্বাহ্ণ |

আশুগঞ্জে পিকআপ থেকে বিপুল পরিমান গাঁজা-ফেন্সিডিল উদ্ধার, দুইজন আটক
Spread the love

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে বিপুল পরিমাণ গাঁজা ও ফেন্সিডিলসহ একটি পিকআপ আটক করেছে র‍্যাব। বৃহস্পতিবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে এসব আটক করা হয়। এসময় মাদক পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন, মুন্সিগঞ্জ জেলার আকপাড়ার আব্দুল হামিদের ছেলে আরিফ হোসেন (২৯) ও পশ্চিম কাজিকসবার মৃত মজিবুর মিয়ার ছেলে খোকন (২৮)।

webnewsdesign.com

র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের, স্কোয়াড কমান্ডার উপ-পরিচালক চন্দন দেবনাথ এবং এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন এর নেতৃত্বে মাদক উদ্ধারে অভিযান পরিচালনা করা হয়। এসময় আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের উপর একটি পিকআপে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকের মধ্যে ছিল ৪৯ কেজি গাঁজা ও ২৬৫ বোতল ফেন্সিডিল। এসময় মাদক পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয় এবং জব্দ করা হয় পিকআপটি। মাদক গুলো নারায়ণগঞ্জ যাচ্ছিল বলে জানা যায়।

এই ঘটনায় আশুগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com