আবরার হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন(ভিডিও)

মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০১৯ | ৭:৩৩ অপরাহ্ণ |

Spread the love

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুরের দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে জেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এই মানববন্ধনে অংশ নেন।

webnewsdesign.com

মানববন্ধনে শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন মো. জুয়েল, সুজন আকবর, মোস্তফা রহমান, মিজানুর রহমার।
বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে ছাত্রলীগের নেতাকর্মীরা নৃশংসভাবে হত্যা করেছে। স্বাধীন দেশে ভিন্ন মত প্রকাশের কারণে একজন শিক্ষার্থীকে পিটিয়ে মারা জঘন্য অপরাধ। আবরারকে পিটিয়ে মারার ঘটনায় জড়িত ছাত্রলীগের নেতাকর্মীদের ফাঁসির দাবি জানান তারা। যাতে করে বাংলাদেশে আরও কোনও শিক্ষার্থীকে এভাবে নৃশংস হত্যাকাণ্ডের শিকার না হতে হয়।

উল্লেখ্য, গত রবিবার দিবাগত রাত ৩টার দিকে বুয়েটের শেরে বাংলা হলের সিঁড়ি থেকে আবরার ফাহাদের মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই হলের ১০১১ নম্বর কক্ষে থাকতেন।

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com