আপডেট

x

আখাউড়ায় দোকানে টিকেট কালোবাজারি, ভ্রাম্যমাণ আদালতে দণ্ড

বুধবার, ২৭ নভেম্বর ২০১৯ | ৮:৪০ অপরাহ্ণ |

আখাউড়ায় দোকানে টিকেট কালোবাজারি, ভ্রাম্যমাণ আদালতে দণ্ড
Spread the love

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া জংশন রেলওয়ে স্টেশন এলাকায় দুই টিকেট কালোবাজারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার(ডিবি) সদস্যরা। বুধবার সন্ধ্যায় স্টেশনে ৭১ টেলিকমিউনিকেশন নামের একটি ষ্টেশনারী দোকানে এই অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা। এসময় তাদের কাছ থেকে আন্তঃনগর বিভিন্ন ট্রেনের ১০১টি আসন যুক্ত ৬০টি টিকেট উদ্ধার করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয়।

আটকরা হলেন, ৭১ টেলিকমিউনিকেশনের মালিক মিলন মিয়া (৫০) ও মহাব্বত আলী (৬৫)।

webnewsdesign.com

ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক জিয়াউল হক বলেন, আখাউড়া রেলওয়ে স্টেশনের ৭১ টেলিকমিউনিকেশন নামে একটি স্টেশনারীতে অভিযান চালানো হয়। এসময় দোকানের মালিক মিলন মিয়াকে ৫৮টি ও মহব্বত আলী নামের অপর জনকে ২টি ট্রেনের টিকেট সহ আটক করা। এই টিকেট গুলোতে মোট ১০১টি আসন যুক্ত ছিল।

পরে তাদেরকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার রেইনার ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মিলন মিয়াকে ৬মাসের কারাদণ্ড ও ১হাজার টাকা জরিমানা প্রদান করেন। পাশাপাশি আটক মহব্বত আলীকে ৫মাসের কারাদণ্ড ও ১হাজার টাকা জরিমানা করা হয়।

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com