আখাউড়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে লাখ টাকা জরিমানা

বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১:১১ অপরাহ্ণ |

আখাউড়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে লাখ টাকা জরিমানা
Spread the love

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায়(ইস্কাভেটর) ভেকু মেশিন দিয়ে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে দুই ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার ধরখার ইউনিয়নের বনগজ এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম রাহাতুল ইসলাম।

webnewsdesign.com

অভিযুক্তরা হলেন, বনগজ গ্রামের রৌশন আলী ব্যাপারী ও ভাটামাথা গ্রামের মো. সালাহ উদ্দিন।

আদালত সূত্রে জানা গেছে, অভিযুক্তরা বিক্রির উদ্দেশে ভেকু মেশিন দিয়ে কৃষি জমি থেকে মাটি কাটছিল। এ খবর পেয়ে বেলা দুইটার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম রাহাতুল ইসলাম ঘটনাস্থল বনগজে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্ত দুই ব্যক্তির প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম রাহাতুল ইসলাম জানান, মাটি ও বালু ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারার অপরাধে দুই ব্যবসায়ীকে ৫০ হাজার করে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়। তারা এই কাজের পুনরাবৃত্তি করবেন না বলেও মুচলেকা প্রদান করেছেন।

আশরাফুল মামুন 

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com