আইন অমান্য করায় ব্রাহ্মণবাড়িয়ায় একদিনে ১৭৭জনকে ১লক্ষ ২৮হাজার টাকা দণ্ড

শুক্রবার, ০৩ এপ্রিল ২০২০ | ১:১৫ পূর্বাহ্ণ |

আইন অমান্য করায় ব্রাহ্মণবাড়িয়ায় একদিনে ১৭৭জনকে ১লক্ষ ২৮হাজার টাকা দণ্ড
Spread the love

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরকারি আদেশ অমান্য করায় ৯টি উপজেলায় ১৭৭জনকে ১লক্ষ ২৮হাজার ৮০০টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালতে তাদের জরিমানা করা হয়।

বুধবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ফেসবুক পেইজের মাধ্যমে এই তথ্য জানা যায়৷

webnewsdesign.com

এতে বলা হয়, ২ এপ্রিল ২০২০ তারিখে করোনা ভাইরাস প্রতিরোধে গৃহীত পদক্ষেপের প্রেক্ষিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হায়াত-উদ-দৌলা খাঁনের নির্দেশে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ এবং উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রাখেন।

বাংলাদেশ সেনাবাহিনী ও ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের সদস্যরা ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন।

সদর উপজেলাসহ ৯টি উপজেলায় সরকারি আদেশ অমান্য করায় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ১৭৭জন ব্যক্তিকে ১লক্ষ ২৮হাজার ৮০০টাকা জরিমানা করা হয়েছে বলে জানানো হয়।

রাফি/–

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com