আপডেট

x

অবৈধভাবে পুকুর ভরাট, কসবা যুবলীগের সেক্রেটারীর ভেকু থানায় নিয়ে আসলো ম্যাজিস্ট্রেট

বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২১ | ৯:৩৩ অপরাহ্ণ |

অবৈধভাবে পুকুর ভরাট, কসবা যুবলীগের সেক্রেটারীর ভেকু থানায় নিয়ে আসলো ম্যাজিস্ট্রেট
Spread the love

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কৃষি জমি থেকে মাটি উত্তোলন করে পুকুর ভরাট করছিলেন। এই খবর পেয়ে বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে পৌর এলাকার ৮নং ওয়ার্ড মরাপুকুরপাড়ে উপজেলার প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। এসময় জব্দ করা হয় মাটি উত্তোলন কাজে ব্যবহৃত ভেকু মেশিন ও ২হাজার ৮০০ঘনফুট মাটি। তবে এসময় যুবলীগের সেক্রেটারি শফিকুল ইসলাম শফিককে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবা খান।

webnewsdesign.com

নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবা খান জানান, কৃষি জমি থেকে মাটি উত্তোলন করে পাশের একটি জমি ভরাট করা হচ্ছিল। এই খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে একটি ভেকু মেশিন ও উত্তোলন করা ২৮শত ঘনফুট মাটি জব্দ করা হয়েছে। এসময় ঘটনাস্থলে কাউকে পাওয়া না গেলেও ১৯৯৫ সালের পরিবেশ সংরক্ষণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com