আপডেট

x

সৌদিতে এই পর্যন্ত দেওয়া হয়েছে ৯মিলিয়ন করোনার ভ্যাকসিন

শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১ | ৮:২৫ অপরাহ্ণ |

সৌদিতে এই পর্যন্ত দেওয়া হয়েছে ৯মিলিয়ন করোনার ভ্যাকসিন
Spread the love

বৃহস্পতিবার পর্যন্ত সৌদি নাগরিক এবং প্রবাসিদের মধ্যে ৯ মিলিয়ন করোনা ভাইরাসের ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে এক বিবৃতিতে জানিয়েছে, সৌদি আরব জুড়ে নয় মিলিয়ন ডোজ করোনভাইরাস ভ্যাকসিন সরবরাহ করা হয়েছে।

বিবৃতি অনুসারে, ভ্যাকসিন গুলি ৫৮৭টিরও বেশি কেন্দ্রের মাধ্যমে সরবরাহ করা হয়েছিল।

webnewsdesign.com

এদিকে, মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মুহাম্মদ আল-আবদেল আলী বলেছেন, রমজান শেষে এবং ঈদুল -ফিতরের ছুটির দিনে কারফিউ পুনরায় আরোপের জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও অনুরোধ জানানো হয়নি ।

আল-এখবাড়িয়া চ্যানেলে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেছিলেন যে, সতর্কতামূলক ব্যবস্থা এবং প্রতিরোধমূলক প্রোটোকলগুলির কঠোর সম্মতি মন্ত্রানালয়কে কঠোর পদ্ধতি প্রয়োগ না করার জন্য অনুরোধ জানাবে। ভ্যাকসিন গ্রহণ আমরা শীঘ্রই সঙ্কট থেকে মুক্তি পেতে পারে ।

সকল সৌদি নাগরিক এবং প্রবাসীদের ভ্যাকসিন গ্রহণের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করার তিনি আহ্বান জানান।

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com