চিরনিদ্রায় শায়িত হলেন বরেণ্য অভিনেতা আবদুল কাদের

শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০ | ৭:৫৩ অপরাহ্ণ |

চিরনিদ্রায় শায়িত হলেন বরেণ্য অভিনেতা আবদুল কাদের
Spread the love

চিরনিদ্রায় রাজধানীর বনানী কবরস্থানে মায়ের কবরে শায়িত হলেন বরেণ্য অভিনেতা আবদুল কাদের। শনিবার (২৬ ডিসেম্বর) মাগরিব নামাজের পর সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে তার দাফনকার্য শেষ হয়েছে। আবদুল কাদেরের ইচ্ছা ছিল মায়ের কবরে যেন তাকে দাফন করা হয়। সে অনুযায়ী দাফন করা হয়েছে।

এর আগে বনানী কবরস্থান মসজিদে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

webnewsdesign.com

আরও পড়ুনঃ অবশেষে পরপারে চলে গেলেন অভিনেতা কাদের

বনানী কবরস্থানে নেয়ার আগে বিকেলে তার মরদেহ রাখা হয় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা প্রাঙ্গণে। সেখানে সর্বস্তরের মানুষ তার কফিনে শ্রদ্ধা জানান। এতে তার দীর্ঘদিনের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন।

শনিবার সকালে প্যানক্রিয়াসের (অগ্ন্যাশয়) ক্যান্সারে আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন আবদুল কাদের। তার শারীরিক অবস্থা জটিল হওয়ায় নেয়া হয় ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে। এরপর কিছুটা সুস্থ হলে তাকে দেশে ফিরিয়ে আনা হয়।

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com