আপডেট

x

আখাউড়া স্থলবন্দরের ইমিগ্রেশনের সার্ভার ৩দিন ধরে অকেজো, হাতে লিখে চলছে কাজ

সোমবার, ২৩ মে ২০২২ | ১০:১২ অপরাহ্ণ |

আখাউড়া স্থলবন্দরের ইমিগ্রেশনের সার্ভার ৩দিন ধরে অকেজো, হাতে লিখে চলছে কাজ
Spread the love

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের ইমিগ্রেশনের সার্ভার গত তিনদিন যাবত অকেজো রয়েছে। কারিগরি ত্রুটির কারণে গত শুক্রবার (২০ মে) থেকে অকেজো হয়ে আছে। এর ফলে এ বন্দর দিয়ে যাতায়াতকারী পাসপোর্ট ও ভিসার প্রয়োজনীয় তথ্য হাতে লিখে রেজিস্টার খাতায় নথিভুক্ত করতে হচ্ছে।

হাতে লিখে ইমিগ্রেশনের কাজ করতে গিয়ে অতিরিক্ত সময় লাগছে। জেলা পুলিশের বিশেষ শাখার তত্ত্বাবধানে এই বন্দরে ইমিগ্রেশনের কার্যক্রম পরিচালিত হয়।

webnewsdesign.com

আখাউড়া ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ উপপরিদর্শক আবু বকর সিদ্দিক জানান, সার্ভারের ত্রুটি সারানোর জন্য ঢাকায় কাজ চলছে। আগামী দুই-তিনদিনের মধ্যেই সার্ভার ঠিক হবে বলে আশা করা হচ্ছে। পরবর্তীতে যাত্রীদের পাসপোর্ট ও ভিসা সংক্রান্ত তথ্যগুলো সার্ভারে যুক্ত করা হবে।

 

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com