আপডেট

x

চান্দুরা-আখাউড়া সড়কের নাম হবে ‘মুক্তিযোদ্ধা সড়ক’

শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২০ | ৫:১১ অপরাহ্ণ |

চান্দুরা-আখাউড়া সড়কের নাম হবে ‘মুক্তিযোদ্ধা সড়ক’
Spread the love

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মােকতাদির চৌধুরী এমপি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এলজিইডি বাস্তবায়নাধীন চান্দুরা-আখাউড়া সড়ক সংস্কার কাজ সহ ১১টি উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন।

শনিবার সকালে বিজয়নগরের চান্দুরায় সড়কটির সংস্কার কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, মুজিববর্ষে গুরুত্বপূর্ন সড়কটির নাম মুক্তিযােদ্ধা সড়ক নামকরণ করা হবে।

webnewsdesign.com

সাংসদ বলেন, প্রকল্পের কাজের গুণগত মান বজায় রেখে ২০২১সালে সড়কটির নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার কথা থাকলেও চলতি বছরই কাজ শেষ হবে এবং জনগণের চলাচল দূর্ভােগ লাঘব হবে।

এসময় তার সাথে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার, উপজেলা প্রকৌশলী কামাল উদ্দিন, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান সাংবাদিক দীপক চৌধুরী বাপ্পি, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান সহ নেতৃবৃন্দ।

পরে তিনি বিজয়নগর উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সভায় যােগ দেন।

 

রাফি/-

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com