আপডেট

x

ব্রাহ্মণবাড়িয়ায় প্লাস্টিকের বস্তা ব্যবহারের বিরুদ্ধে অভিযান

বুধবার, ২৭ নভেম্বর ২০১৯ | ৭:৫৭ অপরাহ্ণ |

ব্রাহ্মণবাড়িয়ায় প্লাস্টিকের বস্তা ব্যবহারের বিরুদ্ধে অভিযান
Spread the love

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় প্লাস্টিকের বস্তায় চাল মোড়কীকরণ ও প্লাস্টিকের খালি বস্তা মজুদের অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। বুধবার সদর উপজেলার সুহিলপুরে এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে মেসার্স গ্লোবাল অটো রাইস মিল এবং মেসার্স জামান এন্ড সন্স অটো রাইস মিল নামক দুইটি প্রতিষ্ঠানকে প্লাস্টিকের বস্তায় বিক্রয়ের উদ্যেশ্যে চাল মজুদ রাখা এবং প্রতিষ্টানের নামে ছাপানো প্লাস্টিকের খালি বস্তা মজুদের অপরাধে ৮০হাজার টাকা জরিমানা করা হয়েছে।

webnewsdesign.com

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন
সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পংকজ বড়ুয়া এবং সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ বি এম মশিউজ্জামান।

সদর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পংকজ বড়ুয়া জানান, পন্যে পাটজাত মোড়কের ব্যবহার বাধ্যতামূলক আইন ২০১০ অনুযায়ী ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়েছে। অভিযানে বিক্রয়ের উদ্যেশ্যে প্লাস্টিকের বস্তায় মজুতকৃত প্রায় ৭০০ বস্তায় চাল রাখা এবং প্রতিষ্ঠানের নামে ছাপানো প্রায় ১০হাজার খালি প্লাস্টিকের বস্তা মজুদের অপরাধে মেসার্স গ্লোবাল অটো রাইস মিল নামক প্রতিষ্ঠানকে ৫০হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় বিক্রির উদ্যেশ্য মজুতকৃত প্লাস্টিকের বস্তায় ভর্তি প্রায় ৩০০ বস্তা চাল এবং প্রতিষ্ঠানের নামে ছাপানো প্রায় ১০হাজার খালি প্লাস্টিকের বস্তা মজুতের অপরাধে মেসার্স জামান এন্ড সন্স নামক প্রতিষ্ঠানকে ৩০হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।

পরবর্তীতে উভয় প্রতিষ্ঠানের জব্দকৃত খালি প্লাস্টিকের বস্তাসমূহ উম্মুক্ত স্থানে জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়।

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com