আপডেট

x

বিএ ও বিএসএস পরীক্ষার হারানো উত্তরপত্র মিলল ভাঙারির দোকানে

শনিবার, ০৯ নভেম্বর ২০১৯ | ৯:৫৬ অপরাহ্ণ |

বিএ ও বিএসএস পরীক্ষার হারানো উত্তরপত্র মিলল ভাঙারির দোকানে
উত্তরপত্র হারানোর পর সাধারণ ডায়েরি করা হয়
Spread the love

ব্রাহ্মণবাড়িয়ায় হারিয়ে যাওয়া উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএ ও বিএসএস পরীক্ষার হারানো ২৯৪টি উত্তরপত্র একটি ভাঙারির দোকান থেকে উদ্ধার করা হয়েছে।

শনিবার বিকেলে পৌর শহরের স্টেশন রোডের ওই দোকান থেকে উত্তরপত্রগুলো উদ্ধার করা হয়।

webnewsdesign.com

গত বৃহস্পতিবার জেলার কসবা উপজেলার সরকারি আদর্শ মহাবিদ্যালয়ের সমাজকর্মের প্রভাষক মো. ছায়েদুর রহমান স্টেশন এলাকায় উত্তরপত্রগুলো হারিয়ে ফেলেন। এ ঘটনায় সদর মডেল থানায় সাধারণ ডায়রি (জিডি) করা হয়।

জিডিতে বলা হয়, প্রভাষক ছায়েদুর রহমান গত বৃহস্পতিবার তিনি বস্তায় ভর্তি উত্রপত্রগুলো নিয়ে কুমিল্লা থেকে চট্টলা এক্সপ্রেস ট্রেনে করে ব্রাহ্মণবাড়িয়া আসেন। বেলা দেড়টার দিকে ট্রেন থেকে নেমে রিকশা ডাকতে যান। পরে ফিরে এসে সমাজতত্ত্ব-২ বিষয়ের উত্তরপত্রগুলো আর খুঁজে পাননি তিনি।

প্রভাষক ছায়েদুর রহমান জানান, এক টোকাইয়ের মাধ্যমে খোঁজ পেয়ে শনিবার বিকেলে স্টেশন রোড এলাকার ভাঙারির দোকান থেকে তিনি নিজেই উত্তরপত্রগুলো উদ্ধার করেছেন। সবগুলো উত্তরপত্র অক্ষত রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন জানান, বিকেলে স্টেশন রোডের একটি ভাঙারির দোকান থেকে সেগুলো উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com