আখাউড়ায় দুর্গোৎসবে ‘জীবিত মায়ের পূজা’ করবেন সন্তানেরা, দিবেন উপহারও

বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২ | ১১:২২ অপরাহ্ণ |

আখাউড়ায় দুর্গোৎসবে ‘জীবিত মায়ের পূজা’ করবেন সন্তানেরা, দিবেন উপহারও
Spread the love

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ‘জীবিত মায়ের পুজা’ শীর্ষক বিশেষ পূজা অনুষ্ঠানের আয়োজন করা হবে। পৌর এলাকার রাধানগরে অবস্থিত কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী রাধামাধব আখড়ায় নবমীর দিন সন্ধ্যায় এ পূজা আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। উপজেলার অন্যান্য পূজা মন্ডপেও একই ধরণের পূজা আয়োজনের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার থানা পুলিশের আয়োজনে পূজার প্রস্তুতি সভায় এ তথ্য জানানো হয়। থানার হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুল ইসলাম।

webnewsdesign.com

প্রধান অতিথি ছিলেন, সহকারী পুলিশ সুপার (কসবা সার্কেল) মো. কামরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার সরকার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি চন্দন কুমার ঘোষ, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক দীপক কুমার ঘোষ, সদস্য সচিব বিশ্বজিৎ পাল বাবু, সাংবাদিক জুটন বনিক প্রমুখ।

উপজেলা পুজা উদযাপন পরিষদের সদস্য সচিব বিশ্বজিৎ পাল বাবু জানান,’দূর্গা পূজায় এবছর নবমীর দিনে মা দূর্গার পাশাপাশি আখাউড়ায় সনাতনী ধর্মাবলম্বীরা যাদের মা জীবিত আছেন, তারা নিজ নিজ মায়ের পূজা করবেন। ২০/৩০জন এই পূজায় অংশ নিতে পারেন। এসময় দুর্গামায়ের মতো তাঁরা জীবিতমাকে পুজা অর্চণার পাশাপাশি উপহার তুলে দিবে।’

সভায় জানানো হয়, উপজেলায় এবার ২২টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। নিরাপত্তার স্বার্থে প্রতিটি মন্ডপে সিসি ক্যামেরা নিশ্চিত করা হয়েছে। সূর্যাস্তের আগেই প্রতিমা বিসর্জন বিষয়ে সবাই একমত পোষণ করেন। প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে বলে জানিয়েছেন সভায় উপস্থিত বিভিন্ন মন্দির কমিটির সভাপতি ও সম্পাদকরা।

শ্রী শ্রী রাধাবাধব আখড়া মন্দির পরিচালনা কমিটির সাধারন সম্পাদক অলক কুমার চক্রবর্তী বলেন, ‘মায়ের প্রতি সন্তানদের শ্রদ্ধাবোধ বাড়াতে, সবার সামনে বিষয়টি উপস্থাপন করতে আমাদের এ আয়োজন। অন্তত ২০ থেকে ৩০ জন সন্তান যেন মায়ের পূজা দেন সেভাবেই আমরা প্রস্তুুতি নিচ্ছি।

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com