রাশিয়ার আগ্রাসন নয়, ইউক্রেন সংকটের জন্য দায়ী পশ্চিমারা: উত্তর কোরিয়া

মঙ্গলবার, ০১ মার্চ ২০২২ | ৮:০২ অপরাহ্ণ |

রাশিয়ার আগ্রাসন নয়, ইউক্রেন সংকটের জন্য দায়ী পশ্চিমারা: উত্তর কোরিয়া
ফাইল ছবি
Spread the love

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ইস্যুতে অবশেষে মুখ খুললেন উত্তর কোরিয়া। রুশ আগ্রাসন নয়, ইউক্রেন সংকটের জন্য পশ্চিমাদের ‘আধিপত্যবাদী নীতি’ ও ‘স্বেচ্ছাচারী আচরণকে’ দায়ী করেছেন কিম জং উন সরকার।

এক বিবৃতিতে সোমবার (২৮ ফেব্রুয়ারি) উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে, পশ্চিমারা অন্য দেশগুলোর বিরুদ্ধে ‘ক্ষমতার অপব্যবহার’ করছে। উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ’র বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা রয়টার্স ও রুশ বার্তা সংস্থা তাস।

webnewsdesign.com

বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেন সংকটের মূল কারণ যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের আধিপত্যবাদী নীতি, যার মাধ্যমে তারা অন্য দেশগুলোর বিরুদ্ধে স্বেচ্ছাচার ও ক্ষমতার অপব্যবহার করে।

দেশটির অভিযোগ, ইউরোপে আক্রমণাত্মক অস্ত্র মোতায়েন ও পূর্বে ন্যাটো সম্প্রসারণ প্রচেষ্টার মাধ্যমে ওই অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থাকে দুর্বল করে দিচ্ছিল যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা। এ বিষয়ে রাশিয়ার দাবি ‘বৈধ ও যৌক্তিক’ হওয়া সত্ত্বেও সেগুলো উপেক্ষা করা হয়েছে।

বিবৃতিতে আফগানিস্তান, লিবিয়া ও ইরাকে পশ্চিমাদের সামরিক অভিযানের কথাও উল্লেখ করেছেন উত্তর কোরিয়া।

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com