মারা গেলেন সংগীতশিল্পী জানে আলম

বুধবার, ০৩ মার্চ ২০২১ | ১২:২৯ পূর্বাহ্ণ |

মারা গেলেন সংগীতশিল্পী জানে আলম
সংগীতশিল্পী জানে আলম।-ফাইল ছবি
Spread the love

দেশের কিংবদন্তি সংগীতশিল্পী জানে আলম ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (২ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।

সংবাদ মাধ্যমকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েসের কর্ণধার জহিরুল ইসলাম সোহেল।

webnewsdesign.com

জহিরুল ইসলাম সোহেল জানান, জানে আলম করোনায় আক্রান্ত হন মাস খানেক আগে। এরপর করোনামুক্ত হলেও নিউমোনিয়ার কারণে তার অবস্থার অবনতি হতে থাকে। মঙ্গলবার তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।

শিল্পী জানে আলম মানিকগঞ্জের হরিরামপুরে জন্মগ্রহণ করেন। তার গানের শুরু স্বাধীনতার পর পরই। জানে আলমের গাওয়া গানের সংখ্যা ৪ হাজারের মতো। এছাড়া তার লেখা, সুর এবং পরিচালনা করা গান রয়েছে প্রায় তিন হাজার।

সুত্র-জাগোনিউজ

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com