ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী অমর একুশে বই মেলা শুরু

শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২০ | ১১:১১ অপরাহ্ণ |

ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী অমর একুশে বই মেলা শুরু
Spread the love

ব্রাহ্মণবাড়িয়া মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২০ উপলক্ষ্যে জেলা প্রশাসন আয়ােজিত সপ্তাহব্যাপী বই মেলার উদ্বোধন করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বর উদ্বােধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি র.আ.ম. উবায়দুল মােকতাদির চৌধুরী এমপি।

webnewsdesign.com

প্রধান অতিথির বক্তব্যে উবায়দুল মােকতাদির চৌধুরী এমপি বলেছেন, বই মানুষের জ্ঞানের ভান্ডারকে সমৃদ্ধ করে। ইন্টারনেট ব্যবহার করে যে আনন্দ পান, তার চেয়ে বই পড়ে বেশি আনন্দ পাবেন। দেশকে প্রকৃত ভালাবাসতে হলে বই পড়তে হবে।

জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বােধনী অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে মােকতাদির চৌধুরী এমপি আরাে বলেন, সকল বই কিনে পড়ুন ও একেকটা পাঠাগার তৈরি করেন।

তিনি বলেন, সংস্কৃতির চর্চা হলাে অপসংস্কৃতিকে রােধের প্রধান উপায়। তিনি বর্তমানে ফেসবুক ইন্টারনেট যুগে নতুন প্রজন্মকে বইয়ের প্রতি আকৃষ্ট হওয়ার আহবান জানান।

উদ্বােধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার মুহাম্মদ আলমগীর হােসন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মােহাম্মদ শামসুজ্জামান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার পঙ্কজ বড়ুয়া। উদ্বােধনী অনুষ্ঠানে জেলার শীর্ষ কর্মকর্তাগন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক, সাংস্কৃতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে প্রধান অতিথি বই মেলায় অংশ নেয়া স্টলগুলাে ঘুরে ঘুরে দেখেন। মেলায় ঢাকা সহ বিভিন্ন জায়গা থেকে আসা বিভিন্ন প্রকাশনীর ৩০টি ষ্টল স্থান পায়। মেলা চলবে আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত।

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com