প্রকাশিত হলো ‘জয় বাংলা-জিতবে আবার নৌকা’-গানের নতুন সংস্করণ

শনিবার, ১৮ নভেম্বর ২০২৩ | ৯:০২ অপরাহ্ণ |

প্রকাশিত হলো ‘জয় বাংলা-জিতবে আবার নৌকা’-গানের নতুন সংস্করণ
Spread the love

একাদশ জাতীয় সংসদ নির্বাচন বেশ সাড়া ফেলে ‘শেখ হাসিনার সালাম নিন/ নৌকা মার্কায় ভোট দিন/ জয় বাংলা/ জিতবে আবার নৌকা’-গানটি। এমনকি বিগত কয়েক বছরের উপজেলা নির্বাচন, সিটি করপোরেশন নির্বাচন, বিভিন্ন আসনের উপনির্বাচনসহ সব নির্বাচনেই আওয়ামী লীগের প্রচারণায় জনপ্রিয়তা ছিল গানটির।

তারই ধারাবাহিকতায় গানটির নতুন সংস্করণ বানানো হয়েছে। এবার আওয়ামী লীগ সরকারের গেলো পাঁচ বছরের উন্নয়নকে তুলে ধরা হয়েছে এ গানে।

webnewsdesign.com

শনিবার (১৮ নভেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে সফটওয়্যার টেকনোলজি পার্কের দ্বিতীয় তলার কনফারেন্স রুমে গানটির নতুন সংস্করণ উদ্বোধন করেন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল ও গানটির প্রযোজক এবং গীতিকার তৌহিদ হোসেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এ নতুন সংস্করণ আনা হয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গানটির শিল্পী ও সুরকার সরোয়ার এবং জিএম আশরাফ, সংগীত পরিচালক ডিজে তনু ও এলএমজি বিটস।

আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল বলেন, গত নির্বাচনের আগে ‘টিম জয় বাংলা’র এক দল সৃজনশীল তরুণ মিলে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণার জন্য গানটি বানিয়েছিলেন। যার মাধ্যমে উৎসবের আমেজ পেয়েছিল নির্বাচনী প্রচারণা। এবার সরকারের উন্নয়ন অগ্রযাত্রাকে তুলে ধরে নতুন সংস্করণ বানিয়েছেন তারা। গতবারের ন্যায় এবারও নতুন গানটি সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলবে বলে আমার বিশ্বাস।

গানটির গীতিকার এবং প্রযোজক তৌহিদ হোসেন বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের প্রচারণার জন্য নিজেদের উদ্যোগে গানটি তৈরি করেছিলাম। প্রথম গানের মাধ্যমে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি আওয়ামী লীগের বিভিন্ন সাফল্য তুলে ধরার চেষ্টা করেছি। আর এবারের নতুন সংস্করণে প্রধানমন্ত্রীর উন্নয়ন অগ্রযাত্রা, পদ্মা সেতু, মেট্রোরেল, করোনা জয়ের বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি।

তিনি আরও বলেন, গতবারের মতো এবারও গানটি শেখ হাসিনাকে উৎসর্গ করেছি।

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com