কসবায় ট্রেনের ইঞ্জিন বিকল, একঘন্টা পর ট্রেন চলাচল শুরু

শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি ২০২২ | ১১:১৮ অপরাহ্ণ |

কসবায় ট্রেনের ইঞ্জিন বিকল, একঘন্টা পর ট্রেন চলাচল শুরু
ফাইল ছবি
Spread the love

ব্রাহ্মণবাড়িয়ার কসবা চট্টগ্রামগামী সুর্বণ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার এক ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার ইমামবাড়ী এলাকায় এই ট্রেনের ইঞ্জিন বিকল হয়। এতে করে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস আখাউড়া ও ঢাকাগামী মহানগর গৌধুলী ইমামবাড়ী স্টেশনে আটকা পড়ে। পরে ১ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

খোঁজ নিয়ে জানা যায়, আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম সিলেট রেলপথে ব্রাহ্মণবাড়িয়ার কসবা ইমামবাড়ী এলাকায় চট্টগ্রামী সুর্বণ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়। এতে করে প্রায় ১ ঘন্টা এই রেলপথে ট্রেন চলাচল ব্যাহত হয়।

webnewsdesign.com

এদিকে ইঞ্জিন বিকল হওয়ার কারণে নোয়াখালী গামী উপকূল এক্সপ্রেস আখাউড়া ও ঢাকাগামী মহানগর গৌধুলী ইমামবাড়ী স্টেশনে আটকা পড়ে। পরে ১ঘন্টা পর ইঞ্জিন ঠিক করা হলে আবারো ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম বলেন, ইঞ্জিন বিকল হওয়ার কারণে ১ ঘন্টা ট্রেন চলাচল ব্যাহত ছিল। বর্তমানে আবারো ট্রেন চলাচল শুরু হয়েছে।

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com