আপডেট

x

এবার তিনটি প্যাকেজে সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়া সুযোগ

সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২০ | ১১:৫৮ অপরাহ্ণ |

এবার তিনটি প্যাকেজে সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়া সুযোগ
Spread the love

এবছর সরকারি ব্যবস্থাপনায় তিনটি প্যাকেজের মাধ্যমে হজে যাওয়ার সুযোগ পাচ্ছেন হজযাত্রীরা। আগে হজে যাওয়া যেত হতো দুটি প্যাকেজের মাধ্যমে।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে হজ প্যাকেজের খসড়ার অনুমোদন দেওয়া হয়।
সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

webnewsdesign.com

এসময় মন্ত্রিপরিষদ সচিব বলেন, এই তিনটি প্যাকেজ অনুসরণ করে বেসরকারি ব্যবস্থাপনায়ও হজ এজেন্সিগুলোকে যাত্রী পরিবহন করতে হবে। দূরত্বের ওপর ভিত্তি করে এসব প্যাকেজ নির্ধারণ করা হয়েছে।

গতবারের চেয়ে এবার প্যাকেজ-১ এ খরচ বেড়েছে সাড়ে ছয় হাজার টাকা। আর প্যাকেজ-২ এ খরচ বেড়েছে ১৬ হাজার টাকা।

সৌদি আরবের সঙ্গে চুক্তি অনুযায়ী, চলতি বছর বাংলাদেশ থেকে এক লাখ ৩৭ হাজার ১৯৮ জন হজে যেতে পারবেন।

এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৭ হাজার ১৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ২০ হাজার জন হজে যাওয়ার সুযোগ পাবেন।

হজের প্যাকেজ তিনটি হলো-
প্যাকেজ-১ এর মাধ্যমে হজ করতে চার লাখ ২৫ হাজার টাকা।

প্যাকেজ-২ এ তিন লাখ ৬০ হাজার টাকা খরচ হবে।

প্যাকেজ-৩ এর মাধ্যমে হজে যেতে খরচ হবে তিন লাখ ১৫ হাজার টাকা।

 

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com