আপডেট

x

যুক্তরাজ্যে বিসিইউকে এর উদ্যোগে আনন্দ ভ্রমণ

বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০১৯ | ১:১৪ পূর্বাহ্ণ |

যুক্তরাজ্যে বিসিইউকে এর উদ্যোগে আনন্দ ভ্রমণ
Spread the love

যুক্তরাজ্যে বসবাসরত ব্রাহ্মণবাড়িয়াবাসির প্রানের সংগঠন, বি সি ইউ কে এর উদ্যোগে এক শিক্ষাসফর ও আনন্দ ভ্রমণ এর আয়োজন করা হয়। গত শনিবার ৭ই সেপ্টেম্বর (২০১৯) সকাল নয় টায় তিনটি বাস ও বেক্তিগত কার যোগে দুইশতর ও অধিক লোক নিয়ে লন্ডন থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে অবস্থিত বিশ্বের অন্যতম ইংলিশ লেখক, দার্শনিক উইলিয়াম শেক্সপিয়ারের জন্মস্থান স্ট্রাটফোর্ট -আপন- এভন এর উদ্দেশ্যে রওয়ানা হয় ।মহিলা ও বাচ্চাদের বিভিন্ন খেলাধুলার মাধ্যমে আনন্দ ও উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে ব্রাহ্মণবাড়িয়াবাসী দিনটিকে উদযাপন করে।
গন্তব্যে পৌঁছানোর পর সকলে মেতে ওঠে এক অনাবিল আনন্দে। মধ্যাহ্নভোজন এর পর অনুষ্ঠিত হয় বিভিন্ন খেলা ও কুইজ, বাচ্চাদের দৌড়, মহিলাদের বালিশ খেলা, বড়দের মুরগ লড়াই ।

খেলা শেষে বিজয়ীদেরকে পুরষ্কিত করা হয়, পুরষ্কার বিতরণী শেষে সংগঠনের প্রধান উপদেষ্টা নাসরুল্লাহ খান জোনাইদ ও সংগঠনের সভাপতি স্বপন রয় বলেন, ব্রাহ্মণবাড়িয়া থেকে ৫/৬ হাজার মাইল দূরে এখানে যুক্তরাজে এসেও আরেকটি মিনি ব্রাহ্মণবাড়িয়া গড়ে তুলে আমরা আমাদের স্বদেশ ও মাতৃভুমির কৃষ্টি,সংস্কৃতি বুকে ধারণ করে চলেছি, এবং আমাদের আগামী প্রজন্মকে তাদের শিকড়ের সাথে বন্ধন সুদীর্গ করার লক্ষে আমাদের এই মিলন মেলা তারই প্রমাণ।
যুক্তরাজ্যে বসবাসরত ব্রাহ্মণবাড়িয়ায় অন্তর্গত( ৯) নয় থানার প্রায় ৭০০ শত মানুষের সম্বন্বয়ে গঠিত এই সংগঠন ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি ইউকে,যুক্তরাজ্যে বসবাসরত সকল ব্রাহ্মণবাড়িয়ানদের এই সংগঠনের এসে মিলে মিশে কাজ করার আহবান জানান, সবশেষে সকল ছেলেমেয়েদের কে তাদের শিক্ষা সফরের অংশ হিসেবে,বিশ্বের অন্যতম লেখক দার্শনিক স্যার উইলিয়াম শেক্সপিয়ারের বাড়ি পরিদর্শন করানো হয়।

webnewsdesign.com

ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্টজনদের মধ্যে আরো যারা উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক শেখ আলম রতন, সাংগঠনিক সম্পাদক শাহ মোঃ ইব্রাহিম মিয়া সংগঠনের উপদেষ্টা আবু নোমান, উপদেষ্টা হাবিবুল মাতিন খাঁন, সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট, আলী মোহাম্মদ ওয়াজেদ, ভাইস-প্রেসিডেন্ট ওমর ফারুক শাহজাদা, অঞ্জনা আলম, এনামুল হক কামাল, মনিরুল হক, যুগ্ন সম্পাদক উজ্জল শাহ, ইফতেখার আহসান রুমেল, মাসুদুর রহমান, মোর্শেদুর রহমান রাজীব, আল মামুন ভূইয়াঁ, সাংগঠনিক সম্পাদক, জামিল ভূইয়াঁ, ইকরাম ইসলাম, কাজী আতিকুর রহমান, সারোয়ার হোসাইন, আন্তর্জাতিক সম্পাদক মারুফ আলম, ইমিগ্রেশন সমম্পাদক,সাজ্জাদ হোসাইন প্রচার সম্পাদক মোহাম্মদ মাসুদুজ্জামান, শিক্ষা বিষয়ক সম্পাদক তাসনীফ খান,মহিলা সম্পাদকা,আকলিমা মুন্নি, মাহমুদা আক্তার (দোল্লা),দপ্তর সম্পাদক কামরুল ইসলাম সাগর, আপ্যায়ণ সম্পাদক, লুৎফুর রহমান, মোঃ মালিক কামরুল,ক্রীড়া সম্পাদক বাপ্পি বণিক,ধর্ম সম্পাদক লুৎফুর রহমান, যুব বিষয়ক সম্পাদক মোখলেসুর রহমান শান্ত,সাংস্কৃতিক সম্পাদক ফারজানা করিম ও সংগঠনের সাধারণ সদস্যবৃন্দ সহ আরো অনেক গণ্যমান্য ব্যক্তি বর্গ।

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com