আপডেট

x

জেদ্দায় নিজস্ব ভবনে প্রবাসীদের স্কুল স্থাপনে আলোচনা সভা

বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৯ | ৮:৩৫ অপরাহ্ণ |

জেদ্দায় নিজস্ব ভবনে প্রবাসীদের স্কুল স্থাপনে আলোচনা সভা
Spread the love

সৌদি আরবে বসবাসরত প্রবাসী সন্তানদের লেখাপড়ার সুব্যবস্থার জন্য সৌদি আরবের জেদ্দায় নিজস্ব ভবনে স্কুল স্থাপনের জন্য সভা অনুষ্ঠিত হয়েছে। এ লক্ষ্যে স্কুলের জমি ক্রয় সংক্রান্তে ঢাকা হতে আগত প্রতিনিধি দলের সাথে বুধবার রাতে জেদ্দাস্থ কনস্যুলেট প্রাঙ্গনে স্কুলের অভিভাবক ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

সভার শুরুতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ‘ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ড এর মহাপরিচালক গাজী মোহাম্মদ জুলহাস স্বাগত বক্তব্য প্রদান করেন। এরপর আমন্ত্রিত উপস্থিত অভিভাবক, কমিউনিটি নেতৃবৃন্দ, জেদ্দাস্থ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের বাংলা ও ইংরেজী শাখার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ জেদ্দায় প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে তাদের সন্তানদের ভবিষ্যতের জন্য বাংলাদেশ সরকারের উদ্যোগে জেদ্দায় বাংলা ও ইংরেজী স্কুলের জন্য জমি ক্রয় ও ভবন নির্মানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানান।
ঢাকা হতে আগত উপস্থিত অতিথিবৃন্দ তাঁদের বক্তব্য শোনেন এবং বাংলাদেশ সরকারের নিকট এসব কথা তুলে ধরে একটি যৌক্তিক সমাধানের উদ্যোগ নিবেন বলে প্রবাসীদের আশ্বত্ব করেন।

webnewsdesign.com

এছাড়া উক্ত আলোচনায় সভায় ঢাকা আগত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ডেপুটি চীফ শেখ মোহাম্মদ শরীফ উদ্দিন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক কাজী জিয়াউল হাসান এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপসচিব আনোয়ারুল হক।

সভায় সভাপতিত্ব করেন অত্র কনস্যুলেটের কনসাল জেনারেল এফ. এম. বোরহান উদ্দিন। আলোচনা সভায় ব্যবসায়ীগণ, মুক্তিযোদ্ধাবৃন্দ, কনস্যুলেটের সকল কর্মকর্তা-কর্মচারিবৃন্দ, বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, সামাজিক-সাংস্কৃতির সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ, মিডিয়ার প্রতিনিধিবৃন্দ এবং অন্যান্য শ্রেনী-পেশার প্রবাসীগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com