বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) সিলেটকে ৭ উইকেটে হারিয়ে শিরোপা জয় করলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টানা দ্বিতীয়বার বিপিএল শিরোপা জয় করলো দলটি। সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হওয়া ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ইমরুল কায়েস। ব্যাটিংয়ে নেমে শুরুটা দারুণ হয় সিলেটের। প্রথম ওভারেই দলটির স্কোরবোর্ডে যোগ হয় ১৮ রান। এর পরের ওভারের তানভীর ইসলামের প্রথম বলে বোল্ড হয়ে আউট হন সিলেটের তৌহিদ হৃদয়। এরপর উইকেটে আসেন অধিনায়ক মাশরাফি। চার বল খেলে মাত্র ১ রান করে আউট হন তিনি।
ম্যাচের হাল ধরেন শান্ত ও মুশফিক। ৩৮ বলে অর্ধশতক তুলে নেন শান্ত। সমান তালে ব্যাট করতে থাকেন মুশফিকও। এই দুই দুজনের উপর ভর করেই বড় সংগ্রহের পথে এগোতে থাকে সিলেট স্ট্রাইকার্স।
মঈন আলীর বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরার আগে ৪৫ বলে ৬৪ রান করেন এখন পর্যন্ত এবারের আসরের সর্বোচ্চ রানসংগ্রাহকের শীর্ষে থাকা শান্ত। এই বাঁহাতি ফেরার পর দ্রুত উইকেট হারাতে থাকে সিলেট। তবে উইকেটের এক প্রান্ত আগলে ব্যাট করতে থাকেন মুশফিক। তুলে নেন অর্ধশতকও।
সবশেষ নির্ধারিত ২০ ওভারে স্কোরবোর্ডে ১৭৫ রান তুলতে সক্ষম হয় সিলেট স্ট্রাইকার্স। তিন ছয় ও পাঁচ চারের মারে ৪৮ বলে ৭৪ রান করে অপরাজিত থাকেন মুশফিক।
কুমিল্লার হয়ে সর্বোচ্চ দুইটি উইকেট নেন মুস্তাফিজুর রহমান। একটি করে উইকেট নেন আন্দ্রে রাসেল, তানভীর ইসলাম, সুনীল নারিন ও মঈন আলী।
১৭৬ রানের জবাবে ব্যাট করতে নেমে দলীয় ৩৪ রানে সুনীল নারাইন ও ইমরুল কায়েসকে হারায় দলটি। তবে পরক্ষনেই দলকে খাদের কিনারা থেকে তুলে আনেন ওপেনার লিটস দাস ও জনসন চার্লস। এই দুই জনের কল্যাণে বড় জুটি গড়ে জয়ের পথে এগোতে থাকে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
৩৯ বলে ৫৫ রান করে রুবেলের বলে শান্তর হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরেন লিটন দাস। এরপর উইকেটে আসেন মঈন আলী। বাকি সময়টা কুমিল্লার জন্য শুধুই অপেক্ষার। জনসন চার্লসের বিধ্বংসী ব্যাটে ভর করে শেষ পর্যন্ত চার বল বাকি থাকতেই সাত উইকেটের জয় নিশ্চিত হয় মোহাম্মদ সালাউদ্দিনের দলের।
তবে ম্যাচের একটা সময় জয় অনেকটা নিজেদের দখলে ছিল মাশরাফির দলের। তবে ইনিংসের ১৮ তম ওভারে পেসার রুবেল হোসেন ২৩ রান দিয়ে সিলেটের সেই আশায় গুড়েবালি দেন।
কুমিল্লার হয়ে ৫২ বলে পাঁচ ছয় ও সাত চারের মারে সর্বোচ্চ ৭৯ রান করে অপরাজিত থাকেন জনসন চার্লস। মঈন আলীর ব্যাট থেকে আসে ১৭ বলে ২৫ রান।
সিলেটের হয়ে সর্বোচ্চ দুইটি উইকেট নেন রুবেল হোসেন। একটি উইকেট শিকার করেন জর্জ লিন্ডে।
Development by: webnewsdesign.com
মন্তব্য করুন