বলিউড তারকা সাইফ আলি খানের ছেলে ইব্রাহিম আলি খান এবার সিনেমায় অভিনয়ে পা রাখতে যাচ্ছেন। এ খবর প্রকাশ্যে এনেছেন সাইফ কন্যা সারা আলি খান। ইব্রাহিম এরই মধ্যেই নাকি শেষও করে ফেলেছেন প্রথম সিনেমার কাজ।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সাইফ তনয়া সারা আলি খান জানান, ‘আমি বিশ্বাসই করতে পারছি না ইব্রাহিম প্রথম ছবির কাজ শেষ করেছে।’
সারা আরও বলেন, আমি ও আমার মা (অমৃতা সিং) ইব্রাহিমের সঙ্গে একইভাবে ব্যবহার করি, তাই আমাদের দুজনের কাছেই এটা খুবই আবেগপ্রবণ মুহূর্ত। তবে ইব্রাহিম কোন পরিচালকের সঙ্গে কোন সিনেমাতে কাজ করছেন তা এখনো পরিস্কার করে জানায়নি।
Development by: webnewsdesign.com
মন্তব্য করুন