আপডেট

x

সাংবাদিক নাদিম হত্যাকারীদের শাস্তির দাবিতে আখাউড়ায় বিক্ষোভ

মঙ্গলবার, ২০ জুন ২০২৩ | ৯:৫৬ অপরাহ্ণ | 72 বার

সাংবাদিক নাদিম হত্যাকারীদের শাস্তির দাবিতে আখাউড়ায় বিক্ষোভ
Spread the love

সাংবাদিক গোলাম রাব্বানি নাদিম হত্যার বিচারের দাবিতে মঙ্গলবার সকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সাংবাদিকরা। পৌর এলাকার সড়ক বাজারের বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সিরাজুল হক পৌর মুক্ত মঞ্চের সামনে প্রথমে সমাবেশ করে সাংবাদিকরা।

টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবু (কালের কণ্ঠ), কাজী হান্নান খাদেম ( যায়যায়দিন), জুটন বনিক (ভোরের কাগজ), এম এ জলিল (দিনকাল) মহিউদ্দিন মিশু (যুগান্তর), রুবেল আহামেদ (প্রতিদিনের বাংলাদেশ) প্রমুখ। সভা সঞ্চলনা করেন মো. আবির (এশিয়ান টিভি)।

webnewsdesign.com

সমাবেশে বক্তারা, জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমসহ দেশের সকল সাংবাদিক হত্যাকান্ডের বিচার ও শাস্তির দাবি জানান। পরে সাংবাদিকরা বিক্ষোভ মিছিল করে। মিছিলটি রেলওয়ে স্টেশন চত্বরে গিয়ে শেষ হয়।

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com