বৈরী আবহাওয়ায় ঝড়ে ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনের উপর পড়ে যাওয়া গাছ সরানো হয়েছে। শুক্রবার (১৭ নভেম্বর) রাত ৮টা ৪০ মিনিটে গাছ সরানোর পর ঢাকা-চট্রগ্রাম-সিলেট ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
এরআগে, সন্ধ্যা পৌনে ৭টার দিকে ট্রেনটি ঢাকা-চট্রগ্রাম-সিলেট রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার কালিসীমা নামক এলাকায় ঝড়ে রেললাইনের উপর গাছ পড়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এসময় চট্রগ্রামগামী ননস্টপ ট্রেন সূবর্ন এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়ায় আটকা পড়ে। ঢাকাগামী মহানগর গোধূলি আধা ঘণ্টা বিলম্ব যায়।
ব্রাহ্মণবাড়িয়ার রেলস্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার জসিম উদ্দিন জানান, রেললাইনের উপর থেকে গাছ সরানোর পড় ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
Development by: webnewsdesign.com
মন্তব্য করুন