আপডেট

x

সকাল ৯টার পর ব্রাহ্মণবাড়িয়া সরকারি হাসপাতালে আসেন চিকিৎসক! (ভিডিও)

বুধবার, ৩০ নভেম্বর ২০২২ | ২:১৩ পূর্বাহ্ণ | 98 বার

Spread the love

ব্রাহ্মণবাড়িয়া জেলার সর্ববৃহৎ সেবা কেন্দ্র ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল। এই হাসপাতালটিতে গত একবছরে আমূল পরিবর্তন ঘটেছে। বেড়েছে সেবার পরিধি। গড়ে প্রতিদিন আড়াই হাজার রোগী এই হাসপাতালে চিকিৎসা সেবা নিচ্ছেন। সরকারি এই হাসপাতালটিতে রাত ৮টা পর্যন্ত মেলে নামে মাত্র মূল্যে প্যাথলজিক্যাল পরীক্ষা। হৃদরোগে আক্রান্ত রোগীদের জন্য স্থাপন করা হয়েছে ইকোকার্ডিওগ্রাম পরীক্ষা। সব ধরনের পরীক্ষা হচ্ছে এই হাসপাতালে। এখন প্রতি মাসে এই হাসপাতালে সরকার রাজস্ব পাচ্ছে গড়ে ২৪ লাখ টাকা। গত এক বছরে হাসপাতাল কর্তৃপক্ষ নানান পরিকল্পনা বাস্তবায়ন করলেও সরকারি নিয়ম অনুযায়ী চেম্বার না করার অভিযোগ রয়েছে অনেক চিকিৎসকের বিরুদ্ধে।

মঙ্গলবার (২৯ নভেম্বর) সরেজমিনে হাসপাতালটিতে গিয়ে এসব অভিযোগের সত্যতা পাওয়া যায়। হাসপাতালে সরকারি নিয়মানুযায়ী বহিঃবিভাগে শনিবার থেকে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত চিকিৎসকগণ তাদের নির্ধারিত কক্ষে সেবা প্রদান করবেন। এছাড়াও হাসপাতালের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী একই নিয়মে অফিস করবেন। কিন্তু মঙ্গলবার সকাল ৯টায় তালা খোলা হয় হাসপাতালের কার্ডিওলজি চিকিৎসকের কক্ষ ‘১০৯এ’ এবং আর এর ৫মিনিট আগে তালা খোলা হয় চর্মরোগ চিকিৎসকের কক্ষ ‘১০৯বি’। এই তালা খোলার পর সকাল ৯টা ০৫ মিনিটে ১০৯এ কক্ষে আসেন চিকিৎসক মোস্তাফিজুর রহমান। সকাল পৌনে ১০টায় ১০৯বি কক্ষে আসেন চিকিৎসক জাকারিয়া। এরআগে, ওই দুই কক্ষের সামনে রোগী লাইন দেখা যায়।

webnewsdesign.com

উপস্থিত রোগীরা জানান, দেড় ঘন্টা যাবত তারা লাইনে দাঁড়িয়ে আছেন। চিকিৎসকরা একবারও আসেননি। এই দুই কক্ষের চিকিৎসক নিয়ম অনুযায়ী তাদের চেম্বারে আসেন না।

১০৯এ চিকিৎসক মোস্তাফিজুর রহমানকে মুঠোফোনে কল দিলে রিসিভ করেন। সাংবাদিক পরিচয় দিলে মুঠোফোন সংযোগ কেটে যায়। তারপর চেষ্টা করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।

১০৯বি চিকিৎসক মো. জাকারিয়ার কাছে চেম্বারে দেরি করে আসার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘এসবের উত্তর আমি হাসপাতাল কর্তৃপক্ষকে দিব। সাংবাদিকদের দিব কেন?’

২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ওয়াহীদুজ্জামান চিকিৎসকদের দেরি করে আসা সম্পর্কে বলেন, যথা নিয়মে চিকিৎসকদের হাসপাতালে আসতে হবে। কোন চিকিৎসক নিয়মের বরখেলাপ করলে তাকে জবাবদিহি করতে হবে। আমরা এসব বিষয়ে ব্যবস্থা নিব।’

 

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com