ব্রাহ্মণবাড়িয়ায় অসহায় শীতার্তের মাঝে কম্বল বিতরণ করেছে জেলা নাগরিক ফোরাম। শনিবার (১৬ জানুয়ারী) দুপুরে শহরের কুমারশীল মোড়স্থ আমিন কনভেনশন হলে এসব কম্বল বিতরণ করা হয়। এ উপলক্ষ্যে আয়োজতি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গীতিকার ও সুরকার কবি দেওয়ান মারুফ।
বিশিষ্ট সাংবাদিক ও জেলা নাগরিক ফোরামের সভাপতি পীযূষ কান্তি আচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া আইডিয়েল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ওয়াসেল সিদ্দিকী, জেলা নাগরিক ফোরামের জ্যেষ্ঠ সহসভাপতি আতাউর রহমান শাহীন ও সহসভাপতি মোহাম্মদ আমিন।
জেলা নাগরিক ফোরামের সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন শিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সরকার ও জেলা নাগরিক ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক এমরান হোসেন মাসুদ।
এ সময় অন্যদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মৃধা, জেলা নাগরিক ফোরামের দফতর সম্পাদক আশিক কবির, সমাজকল্যাণ সম্পাদক জাকির হোসেন চৌধুরী, পাঠাগার সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ, সদর উপজেলা কমিটির সভাপতি খবির রানাসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। পরে আলোচনা সভা শেষে ১০০ জন অসহায় নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
Development by: webnewsdesign.com
মন্তব্য করুন