করোনাভাইরাসে দেশে গত ২৪ঘন্টায় করোনায় ১৭৬৪জন নতুন আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এতে এই ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৪হাজার ৬০৭জনে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৮জনের মৃত্যু হয়েছে। দেশে এনিয়ে করোনায় মোট মারা গেছেন ৬১০জন।
শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
নাসিমা বলেন, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৯হাজার ৯৮৭টি নমুনা পরীক্ষা করে এই রিপোর্ট পাওয়া যায়। সুস্থ হয়েছেন আরও ৩৬০ জন, এনিয়ে মোট সুস্থ হয়েছে ৯হাজার ৩৭৫জন।
বুলেটিনে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়।
Development by: webnewsdesign.com
মন্তব্য করুন