আপডেট

x

রোববার প্রকাশিত হচ্ছে এইচএসসি’র ফলাফল, জানবেন যেভাবে

শনিবার, ১২ ফেব্রুয়ারি ২০২২ | ৯:১৫ অপরাহ্ণ | 189 বার

রোববার প্রকাশিত হচ্ছে এইচএসসি’র ফলাফল, জানবেন যেভাবে
Spread the love

২০২১ সালের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল রোববার (১৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় প্রকাশিত হবে । ভার্চুয়ালি এই ফল প্রকাশ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই সম্পর্কে শনিবার ‍(১২ ফেব্রুয়ারি) বিকেলে শিক্ষামন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে, রোববার বেলা সাড়ে ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে শিক্ষামন্ত্রী পরীক্ষার ফল সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরবেন।

webnewsdesign.com

এই সংবাদ সম্মেলনের পর শিক্ষার্থীরা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গিয়ে ফল জানতে পারবে। এছাড়া মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে।

আটটি সাধারণ শিক্ষাবোর্ডের এইচএসসি পরীক্ষার্থী মোবাইলের মাধ্যমে ফল পেতে HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে আবার স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২১ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানা যাবে।

মাদরাসা বোর্ডের শিক্ষার্থীদের ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে MAD স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২১ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল পাওয়া যাবে।

এছাড়া কারিগরি শিক্ষাবোর্ডের ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে TEC লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২১ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে।

মহামারী করোনার কারণে সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া হয় ২০২১ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১৩ লাখ ৯৯ হাজার পরীক্ষার্থী অংশ নেয়।

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com