প্রকৃত নাম মার্ক কালাওয়ে। দ্য আন্ডারটেকার নামেই পরিচিত ! ৫৫ বছরের এই রেসলারের নামটা শুনলেই স্মৃতিমেদুর হয়ে পড়ে তরুণ-যুবকরা। শৈশবের আইকন সাত ফুটের এই ডব্লিউডব্লিউই স্টার। কোটি কোটি ভক্তের হৃদয় ভেঙে রেসলিং থেকে অবসর নিলেন তিনি।
একটা সময় ছিল যখন স্কুলপড়ুয়াদের পেন্সিল বাক্সে রবার- পেন্সিল ছাড়াও থাকত আন্ডারটেকার, হিটম্যান আর হাল্ক হোগানের ছবি। সময়ের সঙ্গে বুড়ো হয়েছে শৈশব। পাশাপাশি বুড়ো হয়েছেন হাল্ক হোগান, আন্ডারটেকাররা। তাই এবার ডব্লিউডব্লিউইকে বিদায় জানাল আন্ডারটেকার।
পেশাদার এই কুস্তির ডকু সিরিজ দা লাস্ট রাইডে ঘোষণা করলেন আন্ডারটেকার। তিনি বলেন, ‘আমার আর রিংয়ে ফেরার কোনও ইচ্ছা নেই। আমি এই পথ ছাড়লাম।’
শেষবার এই ডব্লিউডব্লিউই তারকাকে রেসলমেনিয়া ৩৬ বোন-ইয়ার্ড ম্যাচে দেখা গিয়েছে। এই সিদ্ধান্ত টুইট করেও জানান এই ডব্লিউডব্লিউই স্টার।
Development by: webnewsdesign.com
মন্তব্য করুন