চট্রগ্রাম বিভাগীয় পর্যায়ে রবীন্দ্র সংগীত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে প্রিয়ম আচার্য। সোমবার (২৯ মে) চট্রগ্রাম কলেজে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জাতীয় শিক্ষা সপ্তাহে চট্রগ্রাম বিভাগের ১১টি জেলার শ্রেষ্ট ১১জন রবীন্দ্র সংগীত শিল্পী প্রতিযোগিতায় অংশ গ্রহন করে। এরমধ্যে বিচারকদের রায়ে প্রিয়ম আচার্য প্রথম স্থান অর্জন করে। আগামী ৫-৬ জুন ঢাকায় জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় প্রিয়ম অংশ গ্রহন করবে।
প্রিয়মের এই ফলাফলে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. শাহগীর আলম ও অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফরিদা নাজমিন তাকে অভিনন্দন জানিয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র প্রিয়ম আচার্য।
বিশিষ্ট কন্ঠশিল্পী, জেলা শিল্পকলা একাডেমীর সংগীত প্রশিক্ষক ও এটিএন নিউজের পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান, দৈনিক সরোদের সম্পাদক পীযূষ কান্তি আচার্য এবং জেলা শিল্পকলা একাডেমীর সংগীত প্রশিক্ষক মনিকা আচার্যের কনিষ্ট সন্তান প্রিয়ম আচার্য। তারা প্রিয়মের জন্যে সবার কাছে আর্শীবাদ কামনা করেছেন।
Development by: webnewsdesign.com
মন্তব্য করুন