মিশর একটি প্রাচীন শহর আবিস্কার করেছে। দেশটির দক্ষিণে রোমান আমলের একটি শহর পাওয়া গেছে। এটা প্রায় ২০০০ বছরের পুরনো। মিসরের পর্যটন ও পুরাকীর্তি মন্ত্রণালয় এই তথ্য দিয়েছে।
এক বিবৃতিতে মিসরীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ‘একটি প্রত্নতাত্ত্বিক অভিযানে পূর্ব লুক্সর অঞ্চলে লুক্সর মন্দিরের কাছে একটি সম্পূর্ণ রোমান যুগের আবাসিক শহর আবিষ্কৃত হয়েছে।’
তারা আরও বলেছে, এই এলাকাটিকে প্রাচীন শহর থিবসের একটি সম্প্রসারণ বলা হয়। এটাকে লুক্সর প্রশাসনিক এলাকার পূর্ব উপকূলের “সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রাচীনতম বসতি” হিসেবে রেকর্ড করা হয়েছে।
থিবস বর্তমানে লুক্সর শহর হিসেবে পরিচিত। এটাকে প্রাচীন মিসরের অন্যতম গুরুত্বপূর্ণ শহর বলে বিবেচনা করা হয়।
এই মাসের শুরুর দিকে মিসরের পর্যটন ও পুরাকীর্তি মন্ত্রণালয় ঘোষণা করেছিল যে দেশটির দক্ষিণে ৩,৫০০ বছর আগের একটি ফারাওয়ের সমাধি পাওয়া গেছে। একটি যৌথ মিসরীয়-ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক দল প্রাচীন শহর লুক্সরে খননের সময় (পূর্বে অজানা) ফারাওয়ের সমাধিটি আবিষ্কার করেছিল।
১৯৭৯ সালে প্রাচীন থিবস এবং এর সমাধিগুলো ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত হয়েছিল।
Development by: webnewsdesign.com
মন্তব্য করুন