আপডেট

x

মিনায় হাজিরা, মঙ্গলবার ‘পবিত্র হজ’

সোমবার, ২৬ জুন ২০২৩ | ৯:০৬ অপরাহ্ণ | 49 বার

মিনায় হাজিরা, মঙ্গলবার ‘পবিত্র হজ’
Spread the love

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনি উচ্চারণে মক্কা থেকে মিনায় যাত্রার মাধ্যমে শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। আগামীকাল ২৭ জুন মঙ্গলবার পবিত্র হজ্জ পালিত হবে।

এর আগে, গত রোববার (২৫ জুন) ফজরের পর হজের মূল কার্যক্রম শুরু হয়েছে।

webnewsdesign.com

আরবি মাসের ১২ জিলহজ তারিখ শয়তানকে পাথর নিক্ষেপের মাধ্যমে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা। এই বছর সারাবিশ্ব থেকে ১৬০টি দেশের ২০ লাখ মানুষ হজ পালন করছেন।

সৌদি আরবে ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে৷ এর পর ২৮ জুন পালন হবে ঈদুল আযহা।

সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ডা. তৌফিক আল রাবিয়া বলেছেন, এ বছর ৩২ হাজারের বেশি স্বাস্থ্যকর্মী হজ যাত্রীদের সেবা দেবেন। হজ পালনে আল্লাহর অতিথিদের সব ধরনের সহযোগিতা করতে সরকার ও সৌদির জনগণ অংশ নেবে।

বাংলাদেশ থেকে ইতোমধ্যে ১ লাখ ১৯ হাজার ৪৬৮ হজযাত্রী সৌদি পৌঁছেছেন।

শনিবার (২৪ জুন) শেষ ফ্লাইটে সৌদিতে বাকি হজযাত্রীরা পৌঁছেছেন। হজযাত্রীদের সঙ্গে গাইড হিসেবে গেছেন দুই হাজার ৭১৫ জন। সরকারি ব্যবস্থাপনায় গাইড থাকবেন ২২৮ ও বেসরকারিভাবে থাকবেন দুই হাজার ৪৮৭ জন। হজযাত্রী ও গাইডসহ মোট যাত্রী এক লাখ ২২ হাজার ৫৫৮ জন। ওই হিসাবে চার হাজার ৯৯৭টি কোটা ফাঁকা রয়েছে।

 

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com