আপডেট

x

মালয়েশিয়ায় পলাতক অবস্থায় মাদকাসক্ত হয়ে কোকো মারা যান: আইনমন্ত্রী

শুক্রবার, ২৭ জানুয়ারি ২০২৩ | ১০:৩৮ অপরাহ্ণ | 38 বার

মালয়েশিয়ায় পলাতক অবস্থায় মাদকাসক্ত হয়ে কোকো মারা যান: আইনমন্ত্রী
Spread the love

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি বলেন, বিএনপির সেক্রেটারি জেনারেল বলেছেন- ‘জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র আরাফাত রহমান কোকোকে নাকি রাজনৈতিক প্রতিহিংসার কারণে জান দিতে হয়েছে!’ আদালতে তাদেরই বানানো সেনা প্রধান মঈন ইউ আহমেদের দাখিল করা মামলায় রায়ে তার ( আরাফাত রহমান কোকো) ৭ বছরের জেল হয়। মালয়েশিয়ায় পালায়। তাদেরই কথা আমার কথা না, মাদকে আসক্ত হয়ে পড়েন। মাদকে আসক্ত হয়ে তিনি মারা গেছেন। এই সত্য কথাটাও তারা মানতে রাজি না, মিথ্যা কথা বলা তাদের সবচেয়ে বড় স্বভাব।

তিনি আজ শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার মেহারী ইউনিয়নের খেলার মাঠে স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত জনসভায় এসব কথা বলেন।

webnewsdesign.com

এসময় আইনমন্ত্রী আনিসুল হক বলেন, এ বছরের শেষে অথবা আগামী বছরের শুরুতে দেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিষয়টি যথা সময়ে নির্বাচন কমিশন জানাবেন। এসময় মন্ত্রী নৌকার পক্ষে ভোট চান।

বর্তমান সরকারের ফিরিস্তি তুলে ধরে আইন মন্ত্রী বলেন, সেই মহিলা ( খালেদা জিয়া) বলেছিলেন, পদ্না সেতুতে গাড়ি চলতে পারবে না, উঠলে ভেঙ্গে পরবে। অথচ তারা এটির উপর দিয়ে যাচ্ছেন সভা সমাবেশে যোগ দিচ্ছেন। তাদের লজ্জাও করেনা উল্লেখ করে সমালোচনা করে বলেন, বিএনপির সবচেয়ে গুণ তারা মানুষকে হত্যা করা। তারা ২০১৪ সালে মানুষকে হত্যা করেছে।

মেহারী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও মেহারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন মোর্শেদ এর সভাপতিত্বে অন্যানের মাঝে বক্তব্য রাখেন কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাউছার ভূইয়া জীবন, ভাইস চেয়ারম্যান মনির হোসেন, কসবা পৌর সবার মেয়র এমজে হাক্কানী, জেলা পরিষদ সদস্য এম এ আজিজ, জেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্য রুমানুল ফেরদৌসী রুমা।

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com