আপডেট

x

মারা গেছেন প্রয়াত মন্ত্রী ছায়েদুল হকের সহধর্মিণী

শনিবার, ০৬ আগস্ট ২০২২ | ৭:৫৮ অপরাহ্ণ | 76 বার

মারা গেছেন প্রয়াত মন্ত্রী ছায়েদুল হকের সহধর্মিণী

বাংলাদেশ সরকারের সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী প্রয়াত মোহাম্মদ ছায়েদুল হকের সহধর্মিণী দিলশাদ আরা মিনু (৬৯) চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (০৬ আগষ্ট) বেলা পৌনে ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৬৯ বছর।

বিষয়টি নিশ্চিত করে প্রয়াত ছায়েদুল হকের ভাতিজা রেজাউল হক আমজাদ জানান, বেশকিছু যাবত দিলশাদ আরা মিনু বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। সম্প্রতি একাধিকবার উনাকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। আজ চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

webnewsdesign.com

প্রয়াত মন্ত্রী ছায়েদুল হক ১৯৭৩, ১৯৯৬, ২০০১, ২০০৮২০১৪ সালে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসন থেকে মোট পাঁচ বার এমপি নির্বাচিত হয়েছিলেন। তিনি ২০১৪ সালের ১২ জানুয়ারি মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়ে মৃত্যুর পূর্ব পর্যন্ত এই পদে ছিলেন। এর আগে তিনি খাদ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিও ছিলেন।

১৯৬৬ সালে বঙ্গবন্ধুর ছয় দফা আন্দোলনের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন ছায়েদুল হক। ১৯৬৮ সালে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নির্বাচিত ভিপি ছিলেন তিনি। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধেও সক্রিয় ছিলেন এই নেতা। ১৯৭৩ সালে প্রথমবারের মতো তিনি নাসিরনগর থেকে সংসদ-সদস্য নির্বাচিত হন।২০১৭ সালের ১৬ ডিসেম্বর ছায়েদুল হক মৃত্যুবরণ করেন।

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com