ব্রাহ্মণবাড়িয়ায় দি আলাউদ্দিন সংগীতাঙ্গনের পরিচালনা পর্ষদে যুগ্ম সম্পাদক হিসেবে বাচিক শিল্পী মনির হোসেন এবং নির্বাহী সদস্য হিসেবে কন্ঠশিল্পী পীযূষ কান্তি আচার্য মনোনীত করায় ফুলেল সংবর্ধনা জানিয়েছে সুর তাল সংগীত নিকেতন ও স্টুডিও রংধনু।
রোববার সন্ধ্যায় দি আলাউদ্দিন সংগীতাঙ্গনের সরোদ মঞ্চে আয়োজিত এ সংবর্ধনায় ফুল দিয়ে শুভেচ্ছা জানান সুরতাল সংগীত নিকেতনের পরিচালক দেবাশীষ চক্রবর্তী দেবু, সাধারণ সম্পাদক উর্মিলা প্রিয়া ও অধ্যক্ষ অনিন্দিতা অনি।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিয়াস, বিশাল দাস, পারভেজ, অনয়, শান্ত, অঙ্কিতা, অন্তরা, পায়েল, মিজবাহ ও সমীরসহ সংগঠনের সদস্যরা।
Development by: webnewsdesign.com
মন্তব্য করুন