ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় মো. স্বপন মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তাকে স্থলবন্দরে ইমিগ্রেশনে পুলিশ আটক করে। সে কুমিল্লার তিতাস উপজেলার মানিককান্দি গ্রামের সাইফুল ইসলামের ছেলে। তিনি একটি হত্যা মামলার এজহারভুক্ত আসামী হওয়ায়বন্দরে ব্ল্যাক লিস্টেড ছিলেন। তার বয়স ৩০ বছর হলেও পাসপোর্টে বয়স ৫০ বছর উল্লেখ রয়েছে। তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তা দেওয়ান মোর্শেদুল ইসলাম জানান, স্বপন মিয়া একটি হত্যা মামলার আসামী।ভারতে যাওয়ার সময় তার পাসপোর্ট চেক করা হয়। যার নম্বর EF 0089462, ভারতীয় ভিসা নম্বর VL 8586602। তার বিষয়ে মামলা থাকার বিষয়টি নিশ্চিত হয়ে গ্রেপ্তার করা হয়।
Development by: webnewsdesign.com
মন্তব্য করুন