ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিশেষ উপহার হিসেবে ১২০০ কেজি আম উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার ভারতের রাজধানী দিল্লিতে এসব আম প্রধানমন্ত্রীর পক্ষে তাদের কাছে পৌঁছে দিয়েছেন বাংলাদেশ হাইকমিশন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সাল থেকে ম্যাঙ্গো ডিপ্লোম্যাসি শুরু করেছেন। গত বছরেও ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে হাড়িভাঙ্গা আম পাঠিয়েছিলেন। এবার বাংলাদেশ ও ভারতের মধ্যে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের (জেসিসি) বৈঠকের একদিন আগে আম পাঠালেন প্রধানমন্ত্রী।
শনিবার জেসিসি বৈঠকে যোগ দিতে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন দিল্লি যাচ্ছেন। রোববার দিল্লিতে জেসিসি বৈঠক অনুষ্ঠিত হবে।
জেসিসি বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক বিষয়াদিসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরের বিষয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সফরের আমন্ত্রণ জানান।
সূত্র: যুগান্তর
Development by: webnewsdesign.com
মন্তব্য করুন