ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ভাতিজাদের মারধোরে অভিমান শাহজাহান মিয়া (৬০) নামের এক বৃদ্ধ বিষপান করে আত্মহত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (০১ জুন) দুপুরে উপজেলার বুধন্তি ইউনিয়নের কেনা গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যেক্ষদর্শীরা জানান, উপজেলার কেনা গ্রামের শাহজাহান মিয়ার সাথে তার ভাতিজা মৃত ফয়েজ উদ্দিনের ছেলে আউশ মিয়া,গিয়াস মিয়া ও সুজন মিয়ার সাথে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধ মেটাতে বৃহস্পতিবার ১২ টার দিকে আমিন এনে জমি মাপা করা হচ্ছিল। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে শাহজাহান মিয়াকে তার ভাতিজারা মারধর করে। এই ঘটনায় অভিমানে বাড়িতে গিয়ে সে বিষপান করলে এলাকার লোকজন হবিগঞ্জ জেলার মাধবপুর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এব্যাপারে ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর রঞ্জন কুমার ঘোষ বলেন, শাহজাহান মিয়ার স্ত্রীর দাবি প্রতিপক্ষের লোকজন তার স্বামীকে মেরে ফেলছে।মরদেহ ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।
তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। অভিযুক্তরা বাড়ি থেকে পালিয়েছেন। এই ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
Development by: webnewsdesign.com
মন্তব্য করুন