মো. ফেরদৌস মিয়াকে সভাপতি ও আলমাসউদ্দিন হেলাল’কে সাধারণ সম্পাদক করে ব্রাহ্মণবাড়িয়ার পৌরসভার ১১নং ওয়ার্ড বিএনপি’র পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার ব্রাহ্মণবাড়িয়া পৌর বিএনপির আহবায়ক নজির উদ্দিন আহমেদ ও সদস্য সচিব মিজানুর রহমান ৭১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেন।
পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ ইবনে জুবায়ের সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে উল্লেখযোগ্যদের মধ্যে হাজী শফিকুল ইসলাম’কে সিনিয়র সহ-সভাপতি, সাইফ উদ্দিন বাবু’কে সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও দানু ভূইয়া’কে সাংগঠনিক সম্পাদক হিসেবে রাখা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ নবগঠিত এই কমিটি সকল আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন।
Development by: webnewsdesign.com
মন্তব্য করুন