ব্রাহ্মণবাড়িয়া সেফটি ট্যাংকের বিস্ফোরণে ৫জন আহত হয়েছে। শনিবার রাত ৯টার দিকে জেলা শহরের টিএ রোডে ভিআইপি বেকারি এন্ড কনফেকশনারি নামের একটি দোকানে এই দূর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক ভাবে আহতদের নাম জানা যায়নি। ঘটনার খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ফায়ারসার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ শুরু করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে আকস্মিক বিস্ফোরণে স্থানীয়রা দৌড়াদৌড়ি শুরু করেন। পরে দেখা যায়, ভিআইপি বেকারি থেকে ধোয়া বের হচ্ছে। প্রাথমিক অবস্থায় আশপাশের লোকজন উদ্ধার কাজ শুরু করে। খবর পেয়ে ফায়ারসার্ভিসের লোকজন আসে।
ঘটনাস্থলে আসা ব্রাহ্মণবাড়িয়া ফায়ারসার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুস ছামাদ জানান, ধারণা করা হচ্ছে দোকানের নিচে একটি পরিত্যক্ত সেফটি ট্যাংকে গ্যাসে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আমরা উদ্ধার কাজ শুরু করেছি। আহতদের জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত হতাহতের সংখ্যা ও ক্ষয়ক্ষতির পরিমাণ সঠিকভাবে এখনই বলা যাচ্ছে না।
Development by: webnewsdesign.com
মন্তব্য করুন