ব্রাহ্মণবাড়িয়ায় ‘বিডি ক্লিন’ এর ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় নির্দেশনানুসারে শুক্রবার (৩ জুন) ব্রাহ্মণবাড়িয়াসহ সমগ্র বাংলাদেশে একযোগে ১১৫ পরিচ্ছন্ন ইভেন্ট কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় স্মৃতিসৌধ চত্তরে অবকাশ পার্ক সকাল থেকে একটানা দুপুর পর্যন্ত পরিচ্ছন্ন ইভেন্ট কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এর নেতৃত্ব দেন বিডি ক্লিন ব্রাহ্মণবাড়িয়া টিমের জেলা সমন্বয়ক সোহান মাহমুদ।
শপথ বাক্য পাঠের মাধ্যমে পরিচ্ছন্ন ইভেন্ট শুরু হয়। শপথ বাক্য পাঠ করান বিডি ক্লিনের উপদেষ্টা আবুল খায়ের।
এসময় পরিচ্ছন্নতার পাশাপাশি জাতীয় পরিচ্ছন্ন দিবসের দাবী জানান সেচ্ছাসেবীরা। এছাড়াও তারা নিজেদের অনুভূতি ব্যক্ত করেন।
পরিচ্ছন্ন কার্যক্রমে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা সহ-সমন্বয়ক বিডি ক্লিন তাসনিম মারিয়া,বিডি ক্লিন আখাউড়া উপজেলা সমন্বয়ক মো. রমজানুল ইসলাম, বিডি ক্লিন নবীনগর উপজেলা সমন্বয়ক হনুফা আক্তার, বিডি ক্লিন ব্রাহ্মণবাড়িয়ার মনিটর লিটন দেবনাথ প্রমুখ।
এছাড়া বিডি ক্লিন, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, সরাইল, নবীনগর ও বিজয়নগর উপজেলার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Development by: webnewsdesign.com
মন্তব্য করুন