ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সদর উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারি আলী আজমকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে জেলা শহরের ফুলবাড়িয়ার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আলী আজম ফুলবাড়িয়া এলাকার বাসিন্দা। তিনি সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, শনিবার রাতে জেলা শহরের ফুলবাড়িয়া এলাকার নিজ বাসা থেকে বিএনপি নেতা আলী আজমকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় পরোয়ানাভুক্ত হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
Development by: webnewsdesign.com
মন্তব্য করুন