ব্রাহ্মণবাড়িয়ায় কোভিড -১৯ উদ্বুত পরিস্থিতিতে কৃষিকে এগিয়ে নিতে বায়ার ক্রপসায়েন্স ক্ষুদ্র ও প্রান্তিক চাষীর ধানের বীজ বিতরণ করা হয়েছে।
সরকারি নির্দেশনা অনুযায়ী দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে বিনামূল্যে এসব ধান বীজ বিতরণ করা হয়। বিতরণ উপলক্ষে সোমবার সকালে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে আয়োজিত সীমিত পরিসরে এক অনুষ্ঠানের আয়োজিত করা হয়।
এতে বায়ার ক্রপসায়েন্স এর মো. মাহফুজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুন্সি তোফায়েল হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন কর্মকর্তা মো. একরাম হোসেন, কৃষি সম্প্রসারন কর্মকর্তা সালমা আক্তার এবং বায়ার ক্রপসায়েন্স এর টেরিটরি ম্যানেজার মাহফুজুর রহমান। পরে ২শত কৃষকের মাঝে এহেড ৭০০৬ ও ধানী গোল্ড হাইব্রীড ধান বীজ বিতরণ করা হয় ।
Development by: webnewsdesign.com
মন্তব্য করুন