ব্রাহ্মণবাড়িয়ায় আরব বাংলাদেশ ব্যাংকের (এবি ব্যাংক) নতুন আরেকটি এটিএম বুথ খোলা হয়েছে । গ্রাহকদের সুবিধার্থে ঘাটুরায় ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের পাশে বুথটি খোলা হয়েছে। মঙ্গলবার (২ মার্চ) দুপুরে বুথটির উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডা. মো. আবু সাঈদ।
এ সময় অন্যদের মধ্যে এবি ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়া শাখার ব্যবস্থাপক মো. শাহনূর আলম, ব্যবস্থাপক (অপারেশন) মো. আল মাসুদ, ব্যাংক কর্মকর্তা তোফায়েল আজম, ফয়সল মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
এবি ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে ডা. মো. আবু সাঈদ বলেন, গ্রাহকদের এখন আর টাকা তোলার জন্য ব্যাংকে গিয়ে বসে থাকতে হয়না। এটিএম বুথের মাধ্যমে গ্রাহকরা তাদের সুবিধা মতো টাকা তুলতে পারেন। এতে করে গ্রাহকদের সময়ও বাঁচে। মেডিকেল কলেজের পাশে বুথ খোলায় হাসপাতালে আসা রোগী ও এলাকাবাসীরা উপকৃত হবেন।
Development by: webnewsdesign.com
মন্তব্য করুন