আপডেট

x

তফসিল ঘোষণাকে কেন্দ্র করে

ব্রাহ্মণবাড়িয়ায় যৌথ বাহিনী সহ কোর কমিটির সদস্যদের মহড়া

বুধবার, ১৫ নভেম্বর ২০২৩ | ৯:৪৪ অপরাহ্ণ |

ব্রাহ্মণবাড়িয়ায় যৌথ বাহিনী সহ কোর কমিটির সদস্যদের মহড়া
Spread the love

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় কোর কমিটির সদস্যরা মহড়া দিয়েছে। বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টায় জেলা সার্কিট হাউস থেকে এই মহড়া শুরু করেছে।

এতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ পুলিশ, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও আনসার সদস্যরা অংশগ্রহণ করেছে। পেট্রলটি জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

webnewsdesign.com

এসময় ব্রাহ্মণবাড়িয়া জেলা কোর কমিটির সভাপতি  ও জেলা প্রশাসন মো. শাহগীর আলম, পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সৈয়দ আরমান আরিফ, বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিক হাসান উল্লাহ, র‍্যাব-৯ ব্রাহ্মণবাড়িয়ার কোম্পানি অধিনায়ক মেজর জানিস মোহাম্মদ খান এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা অংশগ্রহণ করেছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. শাহগীর আলম জানান, জেলা কোর কমিটির সবাই মিলে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঘুরে দেখেছি। সার্বিক পরিস্থিতি দেখার জন্যে। মানুষের জানমাল যেন কোন প্রকার ক্ষতি না হয় তা আমরা পর্যবেক্ষণ করছি।

এদিকে, তফসিল ঘোষণাকে কেন্দ্র করে যে কোন অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ব্রাহ্মণবাড়িয়া জেলায় ৫ শতাধিক পুলিশ, ৫ প্লাটুন বিজিবি, র‍্যাব ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন জানান, কে কোন ধরনের নাশকতা না করতে পারে পুলিশ কাজ করে যাচ্ছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় আমরা সজাগ দৃষ্টি রাখছি। সারা জেলায় ৫ শতাধিক পুলিশ মোতায়েন করা আছে।

বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সৈয়দ আরমান আরিফ জানান, ২৫ ব্যাটালিয়নের ৩ প্লাটুন সদস্য ইতিমধ্যে কাজ করে যাচ্ছে। প্রয়োজন অনুযায়ী আরও মোতায়েন করা হবে।

বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিক হাসান উল্লাহ জানান, বিজিবি ৬০ ব্যাটালিয়নে দুই প্লাটুন সদস্য কাজ করছে। ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউস থেকে কসবা উপজেলা পর্যন্ত ম্যাজিস্ট্রেটের সাথে আমাদের সদস্যরা দায়িত্ব পালন করছে।

এছাড়াও বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পুলিশ সদস্যরা শহরে মোটরসাইকেল মহড়া দেয়।

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com