ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতায় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউসে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আবদুল কাইউম সরকার।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হেলেনা পারভিনের সভাপতিত্বে কর্মশালায় নিরাপদ খাদ্য নিয়ে মূল বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক অমিতাভ মন্ডল,সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আবদুল হালিম,জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্বা আল মামুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা প্রমুখ।
কর্মশালায় জনপ্রতিধি,ব্যবসায়ী সাংবাদিকসহ প্রায় ৫০ জন অংশগ্রহন করেন।
Development by: webnewsdesign.com
মন্তব্য করুন