আপডেট

x

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্ধর্ষ চুরি, ফ্লাটের তালা ভেঙে টাকা-স্বর্ণালঙ্কার লুট

শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩ | ৭:৫৪ অপরাহ্ণ |

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্ধর্ষ চুরি, ফ্লাটের তালা ভেঙে টাকা-স্বর্ণালঙ্কার লুট
Spread the love

ব্রাহ্মণবাড়িয়া শহরের একটি ফ্লাটের দরজা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা শহরের বাগান বাড়ি এলাকায় ব্যবসায়ী মোস্তাক আহমেদের ভাড়া বাসায় এই ঘটনা ঘটে। এসময় ফ্লাটের কক্ষে প্রবেশ করে নগদ সাড়ে ৩ লাখ টাকা ও সাড়ে ৩ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।  খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

ব্যবসায়ী মোস্তাক আহমেদের ছেলে সজিব আহমেদ জানান, আমার বাবার শহরের নিউ মার্কেটে কাপড়ের দোকান রয়েছে। আমি একটি প্রতিষ্ঠানে ম্যানেজারের চাকরি করি। এছাড়াও বাসায় আমার ছোট ভাই ও মা থাকেন। আমরা বাগান বাড়ি এলাকায় একটি ৬তলা ভবনের ৩তলায় একটি ফ্লাটে ভাড়ায় বসবাস করে আসছি। বিকেলে ফ্লাটের দরজায় তালা লাগিয়ে আম্মাকে নিয়ে বাসার বাইরে যায় আমার ছোট ভাই৷ সে চলে যায় খেলাধূলায় এবং আম্মা চলে যান ডাক্তারের চেম্বারে। তারা সন্ধ্যায় বাসায় ফিরে এসে দেখেন দরজার তালা ভাঙা এবং দরজা খোলা। ভেতরে ঢুকে দেখেন ওয়ারড্রবের ড্রয়ার সব খোলা এবং কাপড়চোপড় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। মাইক্রোওয়েভ ওভেন নিচে পড়ে আছে। স্টিলের আলমিরার কাছে গিয়ে দেখেন দরজা খোলা এবং ড্রয়ার সহ কাপড় কাগজপত্র নিচে পড়ে আছে। তারা দেখেন আলমিরার ভেতরে থাকা ডিজিটাল লকার এবং সিন্দুক ভাঙা অবস্থা আছে। পরে তল্লাশি করে দেখা যায় লকারে থাকা নগদ সাড়ে ৩ লাখ টাকা ও সিন্দুকে থাকা আম্মার সাড়ে ৩ ভরি স্বর্ণালঙ্কার নেই। খবর পেয়ে আমি এসে বিষয়টি থানা পুলিশকে জানালে তাদের একটি দল আসেন।

webnewsdesign.com

এই বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসাইন জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বাড়িটি একটি নির্জন এলাকায় এবং সেখানে কোন সিসি টিভি ক্যামেরা নেই। আমরা বিষয়টি তদন্ত শুরু করেছি।’

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com