আপডেট

x

ব্রাহ্মণবাড়িয়ায় কাপড়ের রং দিয়ে তৈরি হচ্ছিল আইসক্রিম, ৪০ হাজার টাকা জরিমানা

বুধবার, ০৭ জুন ২০২৩ | ৯:২৫ অপরাহ্ণ | 79 বার

ব্রাহ্মণবাড়িয়ায় কাপড়ের রং দিয়ে তৈরি হচ্ছিল আইসক্রিম, ৪০ হাজার টাকা জরিমানা
Spread the love

ব্রাহ্মণবাড়িয়ার কাপড়ের রং দিয়ে আইসক্রিম তৈরি অভিযোগে একটি কারখানাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (০৭ জুন) জেলা শহরের শিমরাইলকান্দি এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সদস্যরা অভিযান চালিয়ে এই জরিমানা করে।

অভিযান পরিচালনাকারি ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. মেহেদী হাসান জানান, শিমরাইলকান্দির জেসি সুপার আইসক্রিম কারখানয় অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায় এখানে কাপড় তৈরির রং আইসক্রিমে ব্যবহার করা হচ্ছে। এছাড়া কারখানা বেশ অস্বাস্থ্যকর। প্রতিষ্ঠানটির আইসক্রিম তৈরির কর্মীদের কোনো ফিটনেস সার্টিফিকেট নেই। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪০ হাজার টাকা জরিমানার পাশাপাশি সতর্ক করা হয়েছে।

webnewsdesign.com

মন্তব্য করুন

Development by: webnewsdesign.com